Site icon Amra Moulvibazari

ফিলিস্তিনিদের জন্য ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করলো বিএনপি

ফিলিস্তিনিদের জন্য ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করলো বিএনপি

ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিয়েছে বিএনপি। বিকেলে বারিধারা দূতাবাসে রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের কাছে সামগ্রী হস্তান্তর করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফিলিস্তিনে বর্ব্রোচিত হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম সামান্য হলেও ফিলিস্তিনিদের সংগ্রামে সহায়ক হবে।

এছাড়া ফিলিস্তিনের প্রেডেন্টকে চিঠি দিয়ে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি। পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ তুলে নেয়াতে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান এই সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি।

Exit mobile version