Site icon Amra Moulvibazari

মুফতি আমির হামজা’কে গ্রেফতার করেছে পুলিশ!

মুফতি আমির হামজা’কে গ্রেফতার করেছে পুলিশ!

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এ তথ্যটি নিশ্চিত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

বিকেলে কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত ৫ মে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টাকালে সাকিব নামের এক যুবককে গ্রেপ্তার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানায়, ইউটিউবে আমির হামজার বক্তব্যের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয় সে। এছাড়া তার বিরুদ্ধে আগে থেকে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে।

এর সূত্র ধরেই আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

Exit mobile version