Site icon Amra Moulvibazari

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৯ হাজার মানুষ , তবে রোগটি ছোঁয়াচে নয় বলছেন ভারতীয় গবেষকরা

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৯ হাজার মানুষ , তবে রোগটি ছোঁয়াচে নয় বলছেন ভারতীয় গবেষকরা

{"subsource":"done_button","uid":"5F301353-E487-4610-A225-B1FE34B29B8D_1621813774407","source":"other","origin":"gallery","total_draw_actions":2,"source_sid":"5F301353-E487-4610-A225-B1FE34B29B8D_1621813774414"}

ভারতে বেড়েই চলেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ । এ পর্যন্ত ৯ হাজার মানুষকে আক্রমণ করেছে এ ছত্রাক । মৃত্যু হয়েছে ২১৯ জনের । সংক্রমণের ভয়াবহতায় মোট ৭ রাজ্যে মহামারি ঘোষণা করা হয়েছে । সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে রাজস্থান , উত্তর প্রদেশ , উড়িষ্যা । স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে , মূলত কোভিড আক্রান্ত রোগীরা নেগেটিভ সনাক্তের দু সপ্তাহের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের স্বীকার হচ্ছে ।

ভারতের চিকিৎসকরা বলছেন , ডায়বেটিস আক্রান্ত রোগী হতে এটি সনাক্তের হার বেশি । কোভিডের কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক কেন যায় তাদের দেহে সহজে আক্রমণ করে এ ছত্রাক । দেখা গেছে করোনা পজেটিভ থাকার সময় যাদের স্টেরওয়েড অক্সিজেন নিতে হয়েছে তাদেরই সমক্রমণের হার বেশি ।

তবে এ রোগটি ভারতে বেড়েই চলেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ । এ পর্যন্ত ৯ হাজার মানুষকে আক্রমণ করেছে এ ছত্রাক । মৃত্যু হয়েছে ২১৯ জনের । সংক্রমণের ভয়াবহতায় মোট ৭ রাজ্যে মহামারি ঘোষণা করা হয়েছে । সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে রাজস্থান , উত্তর প্রদেশ , উড়িষ্যা ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে , মূলত কোভিড আক্রান্ত রোগীরা নেগেটিভ সনাক্তের দু সপ্তাহের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের স্বীকার হচ্ছে । ভারতের চিকিৎসকরা বলছেন , ডায়বেটিস আক্রান্ত রোগী হতে এটি সনাক্তের হার বেশি । কোভিডের কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক কমে যায় তাদের দেহে সহজে আক্রমণ করে এ ছত্রাক ।

দেখা গেছে ,  করোনা পজেটিভ থাকার সময় যাদের স্টেরওয়েড অক্সিজেন নিতে হয়েছে তাদেরই সংক্রমণের হার বেশি । তবে এ রোগটি ছোঁয়াচে নয় জানিয়েছে ভারতীয় গবেষকরা ।

Exit mobile version