Site icon Amra Moulvibazari

চীনকে ঠেকাতে সামরিক শক্তি প্রদর্শন করলো জাপান । Japan China

চীনকে ঠেকাতে সামরিক শক্তি প্রদর্শন করলো জাপান । Japan China

এবার সামরিক সক্ষমতার ব্যাপক প্রদর্শনী করলো জাপান । শনিবার দেশটির গোতেম্বা শহরের সামরিক ঘাঁটিতে হয় বার্ষিক সামরিক মহড়া । সাঁজোয়া যান ও হেলিকপ্টার নিয়ে মহড়ায় অংশ নেয় নিরাপত্তা বাহিনীর কয়েকশ ‘ সদস্য ।

প্রদর্শন করা হয় অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামের । অনুশীলন পর্যবেক্ষণ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী । সম্প্রতি জাপানের নিয়ন্ত্রণাধীন সেনকাকু দ্বীপপুঞ্জে বেড়েছে চীনের তৎপরতা । সে কারনেই সামরিক শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত জাপানের । করোনার কারণে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল এবারের মহড়ায় ।

গত সপ্তাহে প্রথমবারের মতো দেশটিতে ত্রিদেশীয় সামরিক মহড়া চালায় জাপান যুক্তরাষ্ট্র – ফ্রান্স ।

Exit mobile version