Site icon Amra Moulvibazari

প্রেমিকার বাড়ির পাশে মাটিচাপা দেয়া হলো প্রেমিকের লাশ , চাঞ্চল্য ! | Deadbody

প্রেমিকার বাড়ির পাশে মাটিচাপা দেয়া হলো প্রেমিকের লাশ , চাঞ্চল্য ! | Deadbody

ময়মনসিংহে এক তরুণের মরদেহ উদ্ধার নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য । মরদেহটি মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে তার প্রেমিকার বাড়ির পাশ থেকে । পুলিশ জানাচ্ছে , অষ্টধার ইউনিয়েনর সদস্য জিয়াউর রহমানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো আকাশের ।

সম্প্রতি তিনি জানতে পারেন দু’জন বিয়েও করেছেন ।এমন খবরে আকাশকে ডেকে আনেন বাড়িতে । এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না । নিঁখোজের পরিবার থানায় সাধারণ ডায়রিও করেন । পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জিয়াউর রহমানের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ।

একপর্যায়ে বাড়ির পাশে একটি জায়গায় মাটি কুড়া এবং রক্ত দেখতে পায় । সে স্থান থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয় । এ ঘটনায় জিয়াউর রহমান ও তার স্ত্রীসহ ৬ জন কে গ্রেফতার করে পুলিশ । নিহত তরুণ অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ।

Exit mobile version