Site icon Amra Moulvibazari

রোজিনা ইসলামের জামিন না হলে কঠোর আন্দোলনের ডাক

রোজিনা ইসলামের জামিন না হলে কঠোর আন্দোলনের ডাক

রোববার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সকল সাংবাদিক সংগঠন এক মঞ্চে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ।

দুপুরে ঢাকা রিপোর্টারস ইউনিটের ব্যানারে এক প্রতিবাদ কর্মসূচিতে এই ঘোষণা দেন সাংবাদিক নেতারা । পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে বক্তারা বলেন রোজিনা ইসলামকে মুক্তির পাশাপাশি হেনস্থার সাথে জড়িত ব্যক্তিদেরও শাস্তি দিতে হবে ।

সরকারকে আমলা নির্ভর না হয়ে জনবান্ধব হওয়ার আহ্বান জানান তারা । ১৯২৩ সালের ঔপনিবেশিক অফিসিয়াল সিক্রেট অয়াক্ট বাতিলের দাবি জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান বক্তারা ।রোজিনা ইসলামের ঘটনায় গঠিত তদন্ত কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত করার দাবি জানান সাংবাদিক নেতারা ।

Exit mobile version