অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা সপ্তমদিনের মতো বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী । এ সহিংসতায় এখন পর্যন্ত ৪১ শিশু সহ ১৪৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে । ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ব্যবহার করতো এমন অভিযোগ তুলে শনিবার গাজায় অবস্থিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও এপির কার্যালয় গুড়িয়ে দিয়েছে ইসরায়েল ।
আল – জালা নামের ভবনটিতেই দুই সংবাদ মাধমের কার্যালয় ছিল । শনিবার বিমান হামলা চালানোর আগে ভবনটি থেকে বেসামরিকদের সরে যাওয়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলো ইসরায়েল বাহিনী । মিডিয়া ভবনে এ হামলা অবৈধ নয় বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন । তবে এ ঘটনায় চুপ করে থাকবেনা বলে হুঁশিয়ারি দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা । এদিকে , ফিলিস্তিনি ইস্যুতে শনিবার প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ।
যুক্তরাষ্ট্র – ফিলিস্তিনের অংশীদারিত্ব জোরদার তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে আব্বাসকে জানিয়েছেন বাইডেন । সেই সাথে হামাসের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট । একইদিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেয়ানিয়াহুর সাথেও ফোনালাপে তাদের পূর্ণ সমর্থন দেয়ার বার্তা দিয়েছেন বাইডেন ।