ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে জাতিসংঘ পুরোপুরি ব্যর্থ বলে মনে করছেন । আন্তর্জাতিক বিশ্লেষকরা । নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদারের মতে শান্তির কথা বললেও ঠুটো জগন্নাথের ভূমিকা নিয়েছে সারা বিশ্ব । অন্যদিনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু চলমান ইস্যুতে বাংলাদেশের ভূমিকা প্রশংসা করে বলেন , এই সংকট মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে কার্যকরী ভূমিকা পালন করতে হবে । থামছেই না ফিলিস্তিনির উপর ইসরায়েলী বাহিনীর বর্বর হামলা ।
এখন পর্যন্ত গাঁজা উপত্যকায় অন্তত ২১ শিশুসহ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে আর আহত প্রায় হাজারের ফিলিস্তিনি । সারা বিশ্বের মত বাংলাদেশেও চলছে এই হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ ।
রাষ্ট্রীয় প্লাটফর্মে এই হামলার নিন্দা করা ছাড়াও দেশব্যাপী নিয়মিতই চলছে প্রতিবাদ সমাবেশ । শনিবার জাতীয় যাদুঘরের সামনে এক মানববন্ধনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন এই হামলা বন্ধে জাতিসংঘসহ বিশ্বনেতাদের জোরালগঞ্জ ভূমিকা পালন করতে হবে ।
বাংলাদেশের অবস্থানের প্রশংসাও করেন তিনি । নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদার মনে করেন এই সংকট নিরসনে জাতিসংঘ শান্তির কথা বললেও দ্বিমুখী আচরণ করছে । ইসরায়েল সমর্থক বিশ্ব সম্প্রদায়েরও কড়া সমালোচনা করেন নিরাপত্তা বিশ্লেষক জেনারেল শিকদার । সংকটের শুরু থেকেই এই ইস্যুতে ফিলিস্তিনকে সমর্থন করে আসছে বাংলাদেশ ।