Site icon Amra Moulvibazari

সৌভাগ্যের রজনী পবিত্র লাইলাতুল কদর আজ!

সৌভাগ্যের রজনী পবিত্র লাইলাতুল কদর আজ!

পবিত্র লাইলাতুল কদর আজ। মুসলমানদের কাছে মহিমান্বিত একটি রাত। বছর ঘুরে আবারও মুসলমানদের কাছে ফিরে এসেছে সৌভাগ্যের এই রজনী।

হাদিস অনুযায়ী রমজানের শেষ দশ দিনের যেকোনো বেজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে। তবে অধিকাংশ মাঝাবের মতে রমজানের ২৬ তারিক দিবাগত রাতেই হবে শবে কদর।

সারা বিশ্বের মুসল্মান্দের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবে কদরের ফজিলত অতুলনীয়। এই রাতেই মানুষের জীবন বিধান মহাগ্রন্থ আল কুরআন নাজিল শুরু হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও নান ইবাদত বন্দেগির মধ্য দিয়ে কাটাবেন রাতটি।

Exit mobile version