Site icon Amra Moulvibazari

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত!

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত!

বাংলাদেশে এই প্রথম করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই তথ্যটি জানিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর গণমাধ্যমকে জানান, রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপালে এক রোগীর স্যাম্পল পরীক্ষা করে এই ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এর আগে বিশ্বের অন্তত ১৭ টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

করোনা ভাইরাহের ভারতীয় ভ্যারিয়েন্টটি  ‘বি.১.১৬৭’ নামে পরিচিত। করোনার এই ধরনকে অতি সংক্রামক বলে মনে করা হচ্ছে। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এ ভ্যারিয়েন্ট ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version