Site icon Amra Moulvibazari

বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্যের পর টুইটারে নিষিদ্ধ হলেন কঙ্গনা | Kangana Banned

বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্যের পর টুইটারে নিষিদ্ধ হলেন কঙ্গনা | Kangana Banned

স্থানীভাবে টুইটার একাউন্ট হারানোর পর কাজের সুযোগ ও হারালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । আর কোনোদিন তার সাথে কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন । প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার আনন্দ ভূষণ ও রিমঝিম ডাদু । শুধু তাই নয় আগে যা যা কাজ করেছেন কঙ্গনার সঙ্গে তাও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিবেন তারা । এমনিতেই ঠোঁট কাটা হিসেবে পরিচিতি কঙ্গনার । অনলাইনে যেকেনো ইস্যুতে বিতর্কে জড়াতে ক্রুটি নেই তার । পশ্চিম বঙ্গের বিধান সভা নির্বাচনে বিজেপি হারার পর একের পর এক টুইট করেন তিনি । মমতা ব্যানার্জি রাবণ আর বাংলাকে কাশ্মিরির সাথে তুলনা করেন ।

বেঙ্গলি স্পেলিং হ্যাশট্যাগ ও ব্যবহার করেন । এরপর চূড়ান্ত পদক্ষেপ নেয় টুইটার কর্তৃপক্ষ । স্থানীভাবে তুলে নেওয়া হয় কঙ্গনার টুইটার আইডি । টুইটারের মুখপাত্র জানান , বলিউড অভিনেত্রী ঈর্ষা ছড়াচ্ছেন । প্লাটফর্মটি হারিয়ে কঙ্গনা বলেন , টুইটার কর্তৃপক্ষ প্রমাণ করে দিয়েছে তারা আমেরিকার মানুষ ।তারা জন্মগত ভাবে শ্বেতাঙ্গ ।

তাই একজন অশ্বেতাঙ্গকে তাদের দাস বানিয়ে রাখতে চায় । এর আগে ও কঙ্গনার টুইটার একাউন্ট সাসপেন্ড হয়েছিল ওয়েবসিরিজ টানডোব প্ররোচনামূলক পোস্ট দেওয়ায় কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল তার একাউন্ট ।

Exit mobile version