Site icon Amra Moulvibazari

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৪১ জনকে নিয়োগ দেয়ায় মহানগর ছাত্রলীগের হামলা!

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৪১ জনকে নিয়োগ দেয়ায় মহানগর ছাত্রলীগের হামলা!

শেষ কর্মদিবসে ১৪১ ছাত্রলীগ নেতাকর্মীকে অস্থায়ী নিয়োগ দিয়ে বিদায় নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। দুপুরে তিনি উপাচার্য ভবন ছেড়ে নিজ বাস ভবনে উঠেন। এর আগে এই নিয়োগ ঠেকাতে মহানগর ছাত্রলীগ হামলা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের উপর। পরে পুলিশ লাটিচার্জ করলে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

নিয়োগের দাবিতে ১ বছর ধরে আন্দোলন করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীরা। এই দাবিতে একাধিকবার প্রশাসন ও উপাচার্য ভবনে তালাও ঝুলিয়েছিলেন তারা। শেষ কর্মদিবসে ১৪১ ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়োগ দেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

এদিকে অস্থায়ী এই নিয়োগের কথা ছড়িয়ে পড়ায় পেরিস রোড, প্রশাসন ভবন, শহিদুল্লাহ কলা ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকতা-কর্মচারী, চাকরি প্রত্যাশী সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অবস্থান নেন। নিয়োগ ঠেকাতে মহনগর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ক্যাম্পাসে আসেন। এ সময় ভিসির অনুসারী উপ রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুনের উপর হামলা করে মহানগর ছাত্রলীগ।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ হামলাকারীদের প্রতিহত করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিচার্জ করলে পালিয়ে যায় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপাচার্জের শেষ কর্মদিবসে নিয়োগ পাওয়া নেতাকর্মীর অধিকাংশই ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী। শিবিরের হামলায় এদের অনেকেই পঙ্গু হয়েছেন।

Exit mobile version