Site icon Amra Moulvibazari

ভারতে করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখি পরিস্থিতির সবচেয়ে খারাপ সময় এখনও আসেনি – গুগলের সিইও

ভারতে করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখি পরিস্থিতির সবচেয়ে খারাপ সময় এখনও আসেনি – গুগলের সিইও

ভারতে ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে । প্রাণহানি হয়েছে ৩ হাজার চারশোর বেশি । বিংসী ভাইরাসের ছোবলে কোন মুহূর্তে আবারও বেড়ে যায় সংক্রমণ , তার নেই নিশ্চয়তা । দেশটির করনা পরিস্থিতির সবচেয়ে খারাপ সময় এখনও আসেনি বলে সতর্কবার্তা দিয়েছেন । গুগলের সিইও সুন্দর পিচাই ।

এদিকে ২৪ ঘন্টায় বিশ্বে ৬ লাখ ৮০ হাজারের বেশি আক্রান্ত ও প্রায় ১০ হাজার মৃত্যু হয়েছে । করোনা মহামারীতে গেলো ৭ দিন ভয়াবহ বিপর্যয় পার করেছে ভারত । এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ২৬ লাখেরও বেশি মানুষ । একই সময়ে চলে গেছে ২৩ হাজার ৮০০ প্রাণ । প্রতিদিনই বেড়ে চলেছে রোগীর সংখ্যা করোনা রোগীর সংখ্যা । এর আগের সপ্তাহেও ২২ লাখ ৫ হাজার মানুষ আক্রান্ত হন মহামারী এই ভাইরাসে ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয় , করোনার নতুন অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া নিয়ে ভারত সরকারকে সতর্ক করেছিলেন দেশটির বিজ্ঞানীরা । তবে তাতে কর্ণপাত করেনি মোদি প্রশাসন । আর সেই অবহেলারই মাসুল দিতে হচ্ছে এখন । দুর্যোগপূর্ণ এই মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছিল হাসপাতালে হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দেয়ায় । বৈদেশিক জরুরি সহায়তা সরবরাহ পাওয়ায় দুদিন ধরে কিছুটা কমেছে করোনার প্রকোপ । তবে যেকোনো মুহূর্তে আবারও পাল্টে যেতে পারে চিত্র । সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন গুগলের সিইও সুন্দর পিচাই ।

Exit mobile version