কক্সবাজারে একটি স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এতে তিন জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ২০ জন।
পুলিশ জানায়, উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় লোকজনের মধ্যে বিরোধ চলছিল।
রবিবার বিকালে ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় স্কুল ভবনের বিরোধীরা ইউএনওর গাড়ি ভাঙচুর করে এবং স্কুলের শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের উপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে স্থানীয়দের সাথে বাধে সংঘর্ষ। স্থানীয়দের অভিযোগ পুলিশের ছোঁড়া গুলিতে তিন জন গুলিবিদ্ধ হয়।