Site icon Amra Moulvibazari

যৌতুকের জন্য গর্ভবতী মারজানাকে অমানবিক নির্যাতন |

যৌতুকের জন্য গর্ভবতী মারজানাকে অমানবিক নির্যাতন |

সিলেটর গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী গ্রাম এর আজিজুর রহমানের মেয়ে মারজানা বেগম এর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনেরা দ্বারা নির্যাতিত হয়ে হাসপাতালে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ।ঘটনাস্থলে গেলে স্থানীয় সূত্রে জানা যায় , প্রায় ১০ মাস আগে একই এলাকার মৃত বতাই মিয়ার পুত্র বিলাল উদ্দিনের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হন মারজানা । বর্তমানে মারজানা ৮ মাসের গর্ভবতীও । কিন্তু বিয়ের পর থেকে মারজানার সংসারে সুখ নেই বললেই চলে ।

যৌতুকের জন্য শ্বশুর বাড়ির সদস্যদের কাছে নিয়মিত নির্যাতন হতে হয় তাকে । ২৮ এপ্রিল রোজ বুধবার বিকেলে মারজানার স্বামী বিলাল , দেবর আমিন ও শ্বাশুড়ি আনোয়ারা তাকে অমানবিকভাবে মারধর করে এতে সে গুরুতর আহত হয় । খবর পেয়ে মারজানার পরিবার স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ।

পরে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারজানার অবস্থার কোনো উন্নতি না হলে পরে  চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে বলেন , নির্যাতনের ফলে মারজানার দুটি দাঁত , একটি পায়ের হাড় ভেঙ্গে গেছে । এছাড়া অমানসিক নির্যাতনের ফলে মারজানার ৮ মাসের গর্ভের সন্তানও মারা গেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা ।

মারজানার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে ।

Exit mobile version