নয়া দিল্লিতে করোনা আক্রান্ত মায়ের জন্য অক্সিজেন চেয়ে এক সন্তানের আকুতি নাড়া দিয়েছে ভারতকে। একটু অক্সিজেনের জন্য মানুষের হাত-পা ধরাড় শেঈ দৃশ্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। শত অনুনয়ের পরেও অক্সিজেন জোগাড় করতে পারেন নি হতভাগ্য তরুণী। অক্সিজেনের অভাবে মারা গেছেন মা।
একটুখানি অক্সিজেনের জন্য ঘুরে ঘুরে ক্লান্ত দিল্লির তরুণি শ্রুতি সাহা। যাও অক্সিজেনের সন্ধান মিলেছে সেখানে দীর্ঘ সিরিয়াল। কিন্তু মায়ের অবস্থা তো খারাপ। তাই জনে জনে হাতে পায়ে ধরছেন। তবে সাড়া মিলে নি। রাত দুইটায় বাসা থেকে বের হয়ে সারা শহর ঘুরে কোথাও অক্সিজেন পান নি। অক্সিজেনের লাইনে থাক্তেই অপেক্ষার পালা ফুরায় শ্রুতির। ফনে খবর আসে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন প্রিয় মা।
আরো পড়ুনঃইরানের ব্যাপারে এবার সম্পূর্ণ বিপরীত । সুরে কথা বললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
ব্যপক সংক্রমণ ছড়ানোর প্রায় ৩ সপ্তাহ পার হলেও উন্নতি নেই দিল্লির চিকিৎসা ব্যবস্থার। ভাগ্য গুণে যারা হাসপাতালে ভর্তির সুযোগ পাচ্ছেন তাদেরও জুটছে না পর্যাপ্ত অক্সিজেন। চোখের সাম্নেই প্রিয়জনদের মৃত্যু দেখতে হচ্ছে অসহায় স্বজনদের।
আরো পড়ুনঃকলেজ ছাত্রী মুনিয়ার মামলায় বিনামূল্যে লড়বেন ব্যারিস্টার সুমন