Site icon Amra Moulvibazari

ভারতে অক্সিজেন চাওয়ায় কারাদন্ড | India Oxygen

ভারতে অক্সিজেন চাওয়ায় কারাদন্ড | India Oxygen

জরুরি ভিত্তিতে অক্সিজেন সহায়তা চেয়ে , যেতে হবে কারাগারে ! উত্তর প্রদেশে এক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ দায়ের করলো পুলিশ । ২৬ এপ্রিল টুইটার পোস্টে মৃত প্রায় দাদার জন্য অক্সিজেন সিলিন্ডারের সহযোগিতা চান শশাঙ্ক যাদব । তার ঐ বার্তায় ছিল না কোভিড নাইনটিন পরিস্থিতির চিড়ে ফুটে ও । সেটি কয়েকজন বন্ধু শেয়ার করে ।দৃষ্টি আকর্ষণে ট্যাগ করেন বলিউড অভিনেতা সোনু সুদকে ।

পুলিশ প্রশাসনের অভিযোগ এর মাধ্যমে সরকারের বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে অস্তিরতা । গেল সপ্তাহে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন , যারা মহামারি আক্রান্ত গুজব ছড়াবেন তাদের সম্পদ জব্দ করা হবে ।

Exit mobile version