Site icon Amra Moulvibazari

ইফতারির জন্য বিরতি ইংলিশ প্রিমিয়ার লিগে | Footballer Ramadan.

ইফতারির জন্য বিরতি ইংলিশ প্রিমিয়ার লিগে | Footballer Ramadan.

রোজা রেখে খেলতে নেমেছেন । তাই রীতিমতো দুই মুসলিম ফুটবলারকে ইফতার করালেন সতীর্থ অন্য ধর্মের ফুটবলাররা । এমন ঘটনা ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে । এদিকে রোজা রেখে ও ওয়েসলি ফোফানার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছে লেস্টার কোচ ব্রেন্ডন রজার্সকে । ম্যাচের ৩৩ মিনিট বল হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন ক্রিস্টাল প্যালেসের গোল রক্ষক ভিসেন্তে গুয়াইতা। সঙ্গে দুই দলের বাকি ফুটবলাররা ।

আর এই সুযোগে ইফতার সেরে নিলেন দুই মুসলিম ফুটবলার লেস্টার সিটি ফোফানা ও ক্রিস্টালের চিকু কাউয়াতে । এমন দৃশ্যের দেখা মিলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে । যেখানে রোজা রেখে মাঠে নামেন ফোফানো ও চিকু । খেলার মাঝে তাদের ইফতারের সুযোগ দিতেই ভিন্ন পরিকল্পনা ছিল দুই অধিনায়কের । বিরতি পেয়ে পানি ও এনার্জি জেল খেয়ে রোজা ভাঙ্গেন এই মুসলিম দুই ফুটবলার ।

ভিন্ন ধর্মের ফুটবলারদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে মুগ্ধ লেস্টার সিটির ডিফেন্ডার ফোফানা

Exit mobile version