Site icon Amra Moulvibazari

সাত দশকের বেশি সময় পর ভারতে প্রথম ফাঁসি কার্যকর হচ্ছে এক নারীর |

সাত দশকের বেশি সময় পর ভারতে প্রথম ফাঁসি কার্যকর হচ্ছে এক নারীর |

সাত দশকের বেশি সময় পর প্রথম নারীর ফাঁসি কার্যকর করতে যাচ্ছে ভারত । দেশটির উত্তর প্রদেশের বাওয়ানখেদি গ্রামের শবনম নামের এক গৃহবধূর এই ফাঁসি দেয়া হবে । শবনম ১৩ বছর আগে পরকীয়ার জেরে প্রেমিক সেলিমকে নিয়ে পরিবারের সাত সদস্যকে খুন করে ।

বিচারে তারা দুজনই দোষী সাব্যস্ত হলে ২০১০ সালে ১৪ জুলাই জেলা ও দায়রা আদালত এই প্রেমিক যুগলকে মৃত্যুদণ্ড দেয় । এই মৃত্যুদণ্ড কার্যকর হলে প্রায় ৭১ বছর পর ভারতে প্রথম কোনো নারীর ফাঁসি হবে ।


আর পড়ুনঃ

Exit mobile version