Site icon Amra Moulvibazari

নাশকতার ২ মামলায় মামুনুল হককে আবারো ৭ দিনের রিমান্ডে!

নাশকতার ২ মামলায় মামুনুল হককে আবারো ৭ দিনের রিমান্ডে!

নাশকতার দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আবারও সাত দিন রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন। একইসাথে সাবেক যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবকে ৩টি মামলায় ১০ দিন ও জালালুদ্দীন কাশেমীকে পৃথক দুইটি মামলায় ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

আরো পড়ুনঃ দেড় কোটি ডোজের অগ্রিম টাকা দিয়েও ভারত থেকে টিকা পাচ্ছে না বাংলাদেশ

বেলা ১১ টার দিকে ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নেয়া হয় মামুনুল হককে। একই সাথে হেফাজতে সাবেক যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব ও জালাল উদ্দীন কাশেমীকেও আদালতে হাজির করে পুলিশ।

পল্টন ও মতিঝিল থানার পৃথক দুটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে মামুনুল হককে ১০ দিন রিমান্ডে চায় পুলিশ। আদালত পল্টন থানার মামলায় ৪ দিন এবং মতিঝিলের মামলায় ৩ দিনের রিমান্ড দেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি মামুনুল হক সহ অন্য ধর্মীয় নেতাদের চাপে রাখতেই এই মামলা গুলোতে তাদের জড়ানো হয়েছে।

আরো পড়ুনঃ নতুন কমিটিকে কেন্দ্র করে মসজিদের ভেতর সংঘর্ষ; মুয়াজ্জিন সহ আহত ৭

পল্টন থানার নাশকতার মামলাটি চলতি বছরের ৫ এপ্রিল দায়ের করা হয়। আর মতিঝিল থানার নাশকতার মামলা দায়ের হয় ২০১৩ সালের মে মাসে। এর আগে মামুনুল হক ঊনিশ এপ্রিল মোহাম্মদপুর থানার মামলায় ৭ দিনের রিমান্ডে ছিলেন।

আরো পড়ুনঃতারাবি’র আগে মুসলিমদের উপর হামলা; ১০০ ফিলিস্তিনি আহত

Exit mobile version