Site icon Amra Moulvibazari

ভারতে টানা ৪ দিন শনাক্ত ৩ লাখের ঘরে | অক্সিজেন ঘাটতিতে বেশ কয়েকটি রাজ্য | India CoVID – 19

ভারতে টানা ৪ দিন শনাক্ত ৩ লাখের ঘরে | অক্সিজেন ঘাটতিতে বেশ কয়েকটি রাজ্য | India CoVID – 19

করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব । ভারতে মহামারির এ রূপ আরো ভয়াবহ । গেল ২৪ ঘন্টায় সাড়ে ৩ লাখ রোগী শনাক্ত হয়েছে দেশটিতে । মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার । অক্সিজেন ঘাটতিতে ধুকছে কর্নাটক সহ বেশকয়েকটি রাজ্য । এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতি টিকা তৈরীর কাচামাল রপ্তানির আহ্বান জানিয়েছে মোদি সরকার । তবে এখনই তাতে সায় দিতে নারাজ মার্কিন সরকার ।

করোনা সংক্রমণের সুনামিতে এখন বিপর্যস্ত গোটা ভারত । ধসে পড়েছে চিকিৎসা ব্যবস্থা । হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য চলছে হাহাকার । এরইমধ্যে দেশটিতে রোগী শনাক্তের হার বাড়ছেই । দৈনিক মৃত্যু গড়াচ্ছে তিন হাজারে ।বেঙ্গালুর , পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে রেকর্ডসংখ্যক সংক্রমণ ।

হাসপাতালগুলো আর নতুন রোগী ভর্তি করতে পারছে না । দেশটির কর্নাটক , দিল্লীসহ বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট । ফলে মূমুর্ষ রোগীরা ঢলে পড়ছেন মৃত্যুর মুখে । এই পরিস্থিতিতে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দিল্লি হাইকোর্ট ।

জানিয়েছেন , অক্সিজেন নিয়ে কোন অনিয়ম প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে প্রয়োজনে ফাঁসিতে ঝোলানো হবে । এদিকে , ভারতের সাম্প্রতিক সংক্রমণের উর্ধগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাসচিব । দেশটির পরিস্থিতি দেখে অন্যান্য দেশকেও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি । ভারত বায়োটেক তাদের তৈরি টিকা কোভ্যাক্সিন ‘ এর দাম নির্ধারণ করেছে । টিকাটির দাম পড়বে ডোজ প্রতি ৬০০ টাকা । আর বেসরকারি হাসপাতালগুলোকে প্রতি ডোজ কিনতে হবে ১২ শ টাকায় ।

এমন ঘোষণা দিয়েছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক । পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভ্যাকসিন তৈরীরর কাঁচামাল কেনার চেষ্টাও চালাচ্ছে দিল্লী । তবে বাইডেন প্রশাসন বলছে , যুক্তরাষ্ট্রের সবাইকে টিকা দেয়ার পরে উদ্বৃত্ত থাকলেই , তা বিদেশে পাঠানো হবে । ভারত ছাড়াও করোনার ঝড়ে নাকাল ব্রাজিল , যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব । গেলদিনও সংক্রমিত হয়েছে ৮ লাখ ২১ হাজারের বেশি । প্রাণহাণি হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার ।

Exit mobile version