Site icon Amra Moulvibazari

নতুন কমিটিকে কেন্দ্র করে মসজিদের ভেতর সংঘর্ষ; মুয়াজ্জিন সহ আহত ৭

নতুন কমিটিকে কেন্দ্র করে মসজিদের ভেতর সংঘর্ষ; মুয়াজ্জিন সহ আহত ৭

মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইসলামপুর জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্বন্দের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মুয়াজ্জিন সহ ৭ জন আহত হয়েছেন। গত ২৩ এপ্রিল শুক্রবার জুমআর নামাজের খুতবা শুরুর আগে নতুন কমিটির বক্তৃতা দেয়ার সময় উভপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মসজিদের ভিতরে এই ধরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন অনেকেই।

স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানা যায়, বিগত কয়েক বছর ধরেই ইসলামপুর জামে মসজিদের পরিচালনা কমিটি নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে দ্বন্দ চলছিল। বিভিন্ন শালিশের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করা হয়।

আরো পড়ুনঃ তারাবি’র আগে মুসলিমদের উপর হামলা; ১০০ ফিলিস্তিনি আহত

এইবার এই দ্বন্দের সূত্রপাত হয় পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ার পর। ইসলামপুরের বাসিন্দা হাফেজ এডভোকেট আব্দুল আলিমের সভাপতিত্বে নতুন কমিটি গঠন করতে চাইলে তা মানতে নারাজ ছিলেন গ্রামের এক পক্ষ। কি কারণে তারা এই কমিটি মানতে পারবেন না সেই বিষয় এখনো অস্পষ্ঠ।

তবে এই বিষয় সমাধানের জন্য বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ধারস্থ হন এডভোকেট আব্দুল আলিম। পরবর্তীতে ওয়াকফ প্রশাসন থেকে হাফেজ আব্দুল আলিমকে সভাপতি করে মসজিদ পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে নতুন কমিটি দায়িত্ব নিতে গত শুক্রবার জুমআর নামাজে বক্তৃতা দিচ্ছিল। যা এক পর্যায়ে দু পক্ষের মধ্যে তর্ক-বিতর্কে রূপ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

Exit mobile version