Site icon Amra Moulvibazari

আরমানিটোলায় আগুন; নিহত ৪ | অনুমতি ছিল না কেমিক্যাল গোডাউনের

আরমানিটোলায় আগুন; নিহত ৪ | অনুমতি ছিল না কেমিক্যাল গোডাউনের

রাসায়নিকের আগুনের আবারও রাজধানীতে প্রাণহানি। আরমানিটোলায় শুক্রবার ভোরের অগ্নিকাণ্ডে মারা গেছেন এক কলেজছাত্রী সহ ৪ জন। আহত ২১ জন। তাদের অবস্থা শঙ্কাজনক।

নিহতের মধ্যে একজন পুড়ে; বাকীরা কেমিক্যালের ধোঁয়ায় শ্বাসরোধে মারা গেছেন। অনুমোদন ছাড়াই মুসা ম্যানসনের নীচ তলায় গড়ে তোলা হয় রাসায়নিকের গুদাম। ভবনটি সিলগালা করেছে প্রশাসন।

আরমানিটোলা হাজী মুসা ম্যান্সনের নীচতলায় রাসায়নিকের গোডাউনে আগুনের সূত্রপাত শুক্রবার গভীর রাতে। ভবনের ১৭টি পরিবারের সদস্যরা তখন সেহরির প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। নীচ তলায় হঠাৎ আগুনে আটকা পড়েন বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। বারান্দার গ্রীল কেটে বের করে আনা হয় ভবনের বাসিন্দাদের। একই সাথে আগুন নিয়ন্ত্রণের প্রাণান্তর চেষ্ঠা চলে।

অনেকেই কোনো উপায় না দেখে আগেই আশ্রয় নেন ভবনের ছাদে। সেখানেও তীব্র ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের তিন কর্মীও।

রাসায়নিক গ্যাস থেকে সৃষ্ট ধোঁয়ায় ইডেন কলেজ ছাত্রী সুমাইয়াকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। ভবনের নিচে পুড়ে অঙ্গার হন নিরাপত্তারক্ষী রাসেল। ছাদের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় ওলিউল্লাহ ও কবির নামের দুই জনের মরদেহ।

কয়েক ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক ইউনিটের সদস্যরা। শিল্প মন্ত্রণালয় ও বিস্ফোরক অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকতারা জানিয়েছেন ভবনে কেমিক্যাল গোডাউনের অনুমতি ছিল না।

অগ্নিকান্ডের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। ভবন্টি সিলগালার পাশাপাশি জব্দ ক্যামিকেল নষ্ট করবে ঢাকা জেলা প্রশাসন।

Exit mobile version