Site icon Amra Moulvibazari

তারাবি’র আগে মুসলিমদের উপর হামলা; ১০০ ফিলিস্তিনি আহত

তারাবি’র আগে মুসলিমদের উপর হামলা; ১০০ ফিলিস্তিনি আহত

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে তারাবি নামাজের সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে আহত কমপক্ষে ১০০ ফিলিস্তিনি। বৃহস্পতিবার,আটক হয়েছে অনেকে।

পবিত্র রমজান শুরুর পর থেকেই তারাবির আগে মুসলিমদের উপর চড়াও হয় কট্টর ইহুদীপন্থী নানা সংঘঠন। তারা দামেস্ক গেটের কাছে প্রতিনিয়ত নানা বিক্ষোভ কর্মসূচি রাখে। তারই প্রতিবাদ জানান নিরস্ত্র ফিলিস্তিনিরা।

দুই পক্ষের সহিংসতা দমনে এলাকায় তৎপর ছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। রাস্তায় ব্যারিকেড বসায় তারা। স্টান গ্রেনেড, টিয়ারগ্যাস আর লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করে আন্দোলন। এসময় তারা ব্যপক ধরপাকড় চালায়।

Exit mobile version