ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংকারে লিংক হয়ে কমপক্ষে ২২ রোগীর মৃত্যু হয়েছে । এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বুধবার রাজ্যের নাসিক এলাকার জাকির হোসেন হাসপাতালে এই ঘটনা ঘটে । বিবিসির খবরে জানায় , ট্যাংকার লিক হওয়াতে সব অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় ভেন্টিলেটরে থাকা এসব রোগীরা প্রাণ হারান ।
টানা ৩০ মিনিটের মতো ভেন্টিলেটরে অক্সিজেনের সরবরাহ বন্ধ ছিলো । তবে ট্যাংকার লিকের কারণ এখনো জানা যায়নি । মহারাষ্ট্রের শিবসেনা সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ।