Site icon Amra Moulvibazari

আলেম-উলামাদের গ্রেফতারের প্রতিবাদ জানালেন মির্জা ফখরুল

আলেম-উলামাদের গ্রেফতারের প্রতিবাদ জানালেন মির্জা ফখরুল

আলেম-ওলামসহ ধর্মীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। আবিলম্বে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে অনলাইন সংবাদ ব্রিফিংএ মির্জা ফখরুল বলেন, লকডাউনের নামে সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে সরকার। করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ এনে সরকারের পদত্যাগ চান তিনি।

করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনের মেয়াদ বাড়ছে আরো এক সপ্তাহ। জীবন রক্ষা করতে গিয়ে জীবিকার সংকটে অনেক মানুষ। অনলাইন ব্রিফিংয়ে দিশেহারা এসব মানুষকে সর্বাত্মক সহায়তার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

করোনা মোকাবেলায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন বিএনপি মহা সচিব মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের অভিযোগ নেতাকর্মীদের পাশাপাশি আলেম উলামাদের গ্রেফতার করে লকডাউনের সুযোগে ক্র্যাকডাউন করছে সরকার। তিনি দলের সকল নেতা কর্মীদের নিশ্বর্ত মুক্তির দাবি জানিয়েছেন। আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে  বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Exit mobile version