Site icon Amra Moulvibazari

জ্বর হলেও সার্বিকভাবে ভালো আছেন খালেদা জিয়া | Khaleda Zia BNP

জ্বর হলেও সার্বিকভাবে ভালো আছেন খালেদা জিয়া | Khaleda Zia BNP

{"source_sid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1615822653068","subsource":"done_button","uid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1615822653052","source":"other","origin":"gallery","total_draw_actions":2}

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । শনিবার ব্লাড টেষ্টসহ বেশ কয়েকটি পরীক্ষা – নিরীক্ষা করতে দেয়া হয়েছে তার । সেগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পর পরবর্তী আপডেট জানানো হবে বলে দলীয় সূত্র থেকে বলা হয়েছে । রোববার কোন আনুষ্ঠানিক বিবৃতি পাঠাননি তার ব্যক্তিগত চিকিৎসকরা ।

গতকাল গুলশানের বাসায় গিয়েছিলেন তারা । জানিয়ে ছিলেন পরশু রাতে বেগম জিয়ার শরীরে কিছুটা জ্বর থাকলেও গতকাল দুপুরের পর থেকে তা কমে গেছে । বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে ।

Exit mobile version