Site icon Amra Moulvibazari

ফ্রান্সে কবরস্থানেও আর জায়গা নেই! মানুষের মৃত্যুর ঢল

ফ্রান্সে কবরস্থানেও আর জায়গা নেই! মানুষের মৃত্যুর ঢল

বিশ্বের অষ্টম দেশ হিসেবে ফ্রান্সে করোনা ভাইরাসে প্রাণহানি লাখ ছাড়িয়েছে। গেলো ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে ৩১৩ জন।

ফরাসী স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে আরও সাড়ে ৩৬ হাজার মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এক টুইট বার্তায় লিখেছেন অগ্নি পরীক্ষার মুখোমুখি ফ্রান্স। সমস্ত শক্তি দিয়ে লড়তে হবে এই মহামারির বিরুদ্ধে।

গেলো এক মাসে ৯ হাজারের বেশি প্রাণহানি দেখেছে ফরাসিরা। এখনো আইসিউতে চিকিৎসাধীন ছয় হাজারের মতো মানুষ। প্যারিস কর্তৃপক্ষ এরই মধ্যে জানিয়েছে গুরুস্থানে মুসলিমদের কবরের জন্য সনহ্রক্ষিত জায়গা শেষ। বিকল্প উপায় বের করতে ইসলামিক চিন্তাবিধদের আহ্বান জানিয়েছে প্রশাসন। ফ্রান্সে করোনা ভাইরাসে মোট সংক্রমিত ৫২ লাখের উপর।

Exit mobile version