Site icon Amra Moulvibazari

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল | আপাতত চিকিৎসা বাসাতেই – জানালেন ব্যক্তিগত চিকিৎসক

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল | আপাতত চিকিৎসা বাসাতেই – জানালেন ব্যক্তিগত চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেত্রী খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল । তবে হাসপাতালে নেবার প্রয়োজন হলে তার সব প্রস্তুতি আছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক দল । সোমবার সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজায় বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর তারা এ কথা জানান । বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান । সোমবার বিকেলে ৪ জনের চিকিৎসক দল খালেদা জিয়াকে দেখতে আসেন তার গুলশানের বাসায় ।

এরপর বিএনপি প্রধানের শারীরিক অবস্থা পর্যালোচনা করতে তার ব্যক্তিগত বোর্ডের মেডিকেল বৈঠক হয় এফএম সিদ্দিকীর নেতৃত্বে । বোর্ডে অনলাইনে যুক্ত হন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকরাও । চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের জানান , এখন পর্যন্ত তিনি যথেষ্ট ভালো আছেন । এভাবে আরও এক সপ্তাহ পার হওয়া গেলে বিএনপি চেরারপার্সন বিপদ মুক্ত হয়ে যাবেন ।

৭৫ বছর বয়েসী খালেদা জিয়ার স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন , এখন পর্যন্ত সবকিছু ভাল মনে হলেও তারা হাসপাতালে সবরকম প্রস্তুতি রেখেছেন । বিএনপি নেত্রী খালেদা জিয়া ছাড়াও আরও ৮ জন স্টাফ করোনায় আক্রান্ত অবস্থায় একই বাসায় আইসলেশনে আছেন ।

বাকিদের অবস্থায়ও স্থিতিশীল আছে বলে জানান , চিকিৎসকরা ।

Exit mobile version