কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি সৈকতে ভেসে উঠেছে । বিশালাকৃতির মৃত নীল তিমি । ৪৪ ফুট দীর্ঘ তিমিটি আনুমানিক আড়াই টন ওজন হবে বলে ধারণা করা হচ্ছে । শুক্রবার দুপুরে তিমিটি ভেসে ওঠে । কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলনের মুখপত্র মুফিজুর রহমান মুফিজ জানান , গভীর সাগরে বড় জাহাজের ধাক্কায় অথবা হত্যার কারণে তিমিটির মৃত্যুর কারণ হতে পারে ।
খবর পেয়ে জেলা প্রশাসন , স্থানীয় পুলিশ , বনবিভাগ , পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পরিদর্শন করেন । তবে মৃত তিমিটি পচন ধরায় ওই এলাকাতে গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা ।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন , বিশেষজ্ঞদের সাথে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে ।