রাষ্ট্রবিরোধী , উস্কানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত ‘ শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় মামলা হয়েছে । বৃহস্পতিবার সকালে র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন । এর আগে বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাব ।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ – পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান , সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলামের আদালতে সকালেই তাকে হাজির করা হয় । পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত ।