Site icon Amra Moulvibazari

ভ্রাম্যমান স্ট্যান্ড বানিয়ে চলছে বন্ধ অ্যাপে রাইড শেয়ারিং | Ride Sharing Dhaka

ভ্রাম্যমান স্ট্যান্ড বানিয়ে চলছে বন্ধ অ্যাপে রাইড শেয়ারিং | Ride Sharing Dhaka

নির্দেশনা উপেক্ষা করে চলছে মোটরযান চালিত রাইড শেয়ার পরিবহন । চালকরা বলছেন জীবিকার প্রয়োজনে বাধ্য হয়েই রাস্তায় নামতে হচ্ছে তাদের । অন্যদিকে , গণপরিবহন সংকট থাকায় বাড়তি ভাড়া গুনে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা । রাজধানী ঢাকায় প্রবেশ মুখ আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডের চিত্র এটি । গণপরিবহন বন্ধ থাকায় পুরো স্ট্যান্ড এখন রাইড শেয়ারিং পরিবহনের দখলে ।

লকডাউনে নিষেধাজ্ঞা রয়েছে রাইড শেয়ারিংয়ের উপর । চালকরা দাবি করেন , রাস্তায় ব্যক্তিগত পরিবহন স্বাভাবিক থাকলে রাইড শেয়ারে নিষেধাজ্ঞা কেন ? রাজধানী ঢাকার চিত্র অন্যান্য যেকোন সময়ের মতই । ব্যস্ত এলাকা গুলিস্তান মোড়ে ভ্রাম্যমান স্ট্যান্ড বানিয়ে চলছে বন্ধ অ্যাপে রাইড শেয়ারিং । বলছেন , জীবন জীবিকার টানে লকডাউনের মধ্যেই রাইড শেয়ারিংয়ে বাধ্য হচ্ছেন তারা ।

তাই অফিস বা জরুরি প্রয়োজনে যারাই বেড়িছেন , তাদের গন্তব্যে যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া । এমন বাস্তবতায় তাই কার্যকর লকডাউন নিয়ে শিথিলতা সর্বত্রই ।

Exit mobile version