Site icon Amra Moulvibazari

কর্মহীন হয়ে আটকা পড়ার ভয়ে ঢাকা ছাড়ছেন অনেকেই | Dhaka City

কর্মহীন হয়ে আটকা পড়ার ভয়ে ঢাকা ছাড়ছেন অনেকেই | Dhaka City

আগামীকাল থেকে শুরু হচ্ছে লকডাউন । এরই মধ্যে কর্মহীন হয়ে আটকা পড়ার ভয়ে ঢাকা ছাড়ছেন অনেকেই । সকাল থেকেই দৌলতদিয়া – পাটুরিয়া , কাঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ঘরমুখো মানুষের ঢল । করোনার ঝুঁকি উপেক্ষা করেই স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে লঞ্চ – ফেরিতে পার হচ্ছে হাজারো মানুষ । যাত্রী ও চালকদের মাঝে নেই কোন সামাজিক দুরত্বও ।

যাত্রীদের অভিযোগ , অতিরিক্ত ভাড়া নেয়ার পরও অর্ধৈক যাত্রী পরিবহন করছে না মালিকরা । প্রশাসনেরও নেই কোন নজরদারি । এ অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা । বরিশাল নদী বন্দর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া লঞ্চে আগের চেয়েও বেশী যাত্রী পরিবহন করতে দেখা গেছে ।

এ কারনে কোন লঞ্চেই শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্য বিধি রক্ষা হয়নি । আগের চেয়ে বেশী যাত্রী নিলেও ভাড়া আদায় করছে বর্ধিত হারে । একই চিত্র চাদপুরে ও । লঞ্চ চলাচলে সরকারী নির্দেশনা থাকলেও তা পুরোপুরি উপেক্ষিত যাত্রীবাহী লঞ্চগুলোতে ।

মাস্ক ব্যবহার করছেন না অনেকে । সামাজিক দুরত্ব না মেনে ঠাসাঠাসি করে বসছেন যাত্রীরা ।

Exit mobile version