Site icon Amra Moulvibazari

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন |

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন |

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন । হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক । মুক্তির পর তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে লিখেছেন , তিনি নিরাপদে আছেন , পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ! কাউকে কোনো গুজবে বিভ্রান্ত না হবার আহবান জানান ।

এরপর আরও এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন , সোনারগাঁওয়ের তৌহিদি জনতার প্রতি শুকরিয়া ! তবে কোনো ধরণের উত্তেজনাপূর্ণ আচরণ করা যাবে না ! ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে । এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম গণমাধ্যমকে জানান , ‘ মামুনুল হকের সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী জানার পর পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করে ।

বিষয়টি নিয়ে সোনারগাঁও থানার পরিদর্শক ( তদন্ত ) তবিদ রহমান সন্ধ্যায় গণমাধ্যমকে জানান , আমরা মামুনুল হকের সঙ্গে কথা বলেছি । তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে । নারায়নগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের অবস্থানকে কেন্দ্র করে তুলকালাম ঘটনা ঘটেছে । একজন নারী , মামুনুল হক যাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন , তার থাকাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে ।

পুলিশ জানায় , স্থানীয় কিছু লোকজন তার কক্ষটি ঘেরাও করেন । আর মামুনুল হক বলছেন , দ্বিতীয় স্ত্রীসহ অবকাশযাপনে গেলে কিছু লোক তাকে নাজেহাল করে । সন্ধ্যা সোয়া সাতটার দিকে হেফাজতের একদল নেতা – কর্মী , মাদ্রাসাছাত্র মিছিল নিয়ে এসে রয়েল রিসোট নামের ওই অবকাশযাপন কেন্দ্রটিতে ভাঙচুর চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায় ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদসহ সোনারগাঁ থানার কর্মকর্তারা তখন সেখানেই ছিলেন । মামুনুলকে ছিনিয়ে বিপুল সংখ্যক হেফাজত নেতা – কর্মীকে মিছিল নিয়ে মোগড়াপাড়ার দিকে যেতে দেখা যায় ।

Exit mobile version