Site icon Amra Moulvibazari

সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত | Lockdown

সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত | Lockdown

করোনা সংক্রমণের বেড়ে যাওয়ার কারণে আবারো লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার । সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী জানিয়েছেন সোমবার থেকে ৭ দিনের জন্য এই লকডাউন কার্যকর হবে । এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন জরুরী সেবা দানকারী প্রতিষ্ঠান এবং শিল্প কারখানা ছাড়া সকল অফিস আদালত এ সময় বন্ধ থাকবে । গত কিছুদিন ধরেই দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনক ভাবে উর্ধমুখী ।

প্রতিদিনই শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে রেকর্ড পরিমাণে । গত কয়েকদিনে থেকে শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে উঠেছে ছয় হাজারের ঘরে । এমন বাস্তবতায় ২ য় বারের মত সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিলো সরকার । লকডাউনে নিত্যপণ্যের দাম যেন কোন ভাবেই না বাড়ে , সে বিষয়ে সরকারের সতর্ক দৃষ্টি থাকবে বলে জানান সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশে প্রথম সরকারি ছুটি ঘোষণা করা হয় ২০২০ সালের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত । , যা পরবর্তীতে সাত দফায় ৩০ ই মে পর্যন্ত বাড়ানো হয়েছিল ।

বাংলাদেশে এই সময়টিকে আনুষ্ঠানিকভাবে ‘ লকডাউন ‘ বলা হয়নি , বরং সরকারিভাবে ‘ সাধারণ ছুটি ‘ হিসেবে উল্লেখ করা হয়েছিল ।

Exit mobile version