Site icon Amra Moulvibazari

শাহজালাল বিমানবন্দর থেকে শিশু উদ্ধার | Airport

শাহজালাল বিমানবন্দর থেকে শিশু উদ্ধার | Airport

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের এক শিশু উদ্ধার করেছে এপিবিএন । পুলিশ বলছে , বৃহস্পতিবার রাত ২ টায় সৌদিআরব থেকে এক নারী দেশে ফেরেন । ভোরে তিনি তার লাগেজ সংগ্রহ করেন । তবে সকালে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় শিশুটিকে ফেলে যান তিনি । সহযাত্রীরা জানান , পরিবারকে না জানিয়ে সৌদি আরবে বিয়ে করেছিলেন ওই নারীর ।

সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি । বাড়িতে জানাজানির ভয়ে শিশুটিকে ফেলে যেতে পারেন বলে ধারণা সহযাত্রীদের ।

Exit mobile version