Site icon Amra Moulvibazari

কিশোরগঞ্জ ও নওগাঁয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া – পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

কিশোরগঞ্জ ও নওগাঁয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া – পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

কিশোরগঞ্জ ও নওগাঁয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া – পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে । মঙ্গলবার দুপুরে এসব ঘটনা ঘটে । আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হেফাজত কর্মীদের নিহতের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ।

দলীয় কার্যালয়ের সামনে শহরের কেডির মোড়ে এলাকায় ওই মিছিলে বাধা দেয় পুলিশ । এতে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ বাধে । পুলিশকে লক্ষ্য করে ইট – পাটকেল ছোড়ে বিএনপি কর্মীরা । পরে লাঠিচার্জ , টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ । এই ঘটনায় পুলিশসহ আহতের সংখ্যা অর্ধশতাধিক ।

এদিকে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় বিএনপির একই কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দুপুরে । প্রথমে ধাওয়া – পাল্টা ধাওয়া হলেও পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ । বিএনপির কর্মীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ ।

দুই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ।

Exit mobile version