Site icon Amra Moulvibazari

তুরস্কে এরদোগানের বিরুদ্ধে নারী অধিকার কর্মীদের বিক্ষোভ!

তুরস্কে এরদোগানের বিরুদ্ধে নারী অধিকার কর্মীদের বিক্ষোভ!

ইউরোপীয় নারী সুরক্ষার চুক্তি থেকে বেরিয়ে আসার প্রতিবাদে আবারও বিক্ষোভ হয়েছে তুরস্কে। শুক্রবার, প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে বিক্ষোভে নামেন নারীরা।

এ সময় পুলিশ বাঁধা দিলেও সংঘাত-সহিংসতার কোনো ঘটনা ঘটে নি। গত শনিবার ইউরোপীয় নারী সুরক্ষা চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন এরদোগান। তার দাবি নারী অধিকার রক্ষায় তুরস্কের নিজস্ব আইনই যথেষ্ট। উল্টো ইউরোপীয় চুক্তির কারণে বিবাহ বিচ্ছেদ সহ নানা সমস্যা বেড়ে গেছে।

যদিও তুরস্কের অনেক সংস্থার দাবি নারী-পুরুষ সমতা ও নারী অধিকার রক্ষায় ইউরোপীয় সুরক্ষা চুক্তিতে ফিরে যাওয়া জরুরি। দাবি আদায়ে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে নারী অধিকার সংঘঠনগুলো।

Exit mobile version