Site icon Amra Moulvibazari

লাখ লাখ ইঁদুরের দখলে অস্ট্রেলিয়ার গ্রিলগ্রান্ডা | Australia Rat

লাখ লাখ ইঁদুরের দখলে অস্ট্রেলিয়ার গ্রিলগ্রান্ডা | Australia Rat

লাখ লাখ ইঁদুরের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার গ্রিলগ্রান্ডা । শহরের মানুষের জীবণ এখন বেশ বিপর্যস্ত। নিউ সাউথ ওয়েজের এই শহরে কয়েক সপ্তাহ ধরে ইঁদুরের রাজত্ব চলছে । কৃষি খামার , দোকানপাট , বাড়ি-ঘর সবখানেই আতঙ্ক । এমনকি হাসপাতালে চিকিৎসাধীন ৩ রোগীকে কামড় ও দিয়েছে ইঁদুরের দল । এমন পরিস্থিতিতে ইঁদুরের মহামারি আখ্যা দিয়েছে শহরবাসী ।

তাদের দাবী , স্মরণ কালের ছোট এই প্রাণীটির এমন উৎপাত আগে দেখা যায় নি কখনও । প্রতি বছর ফসলের ব্যাপক ফলন হয়েছে নিউ সাউথ ওয়েজে । ফসলের ক্ষেত ও গোডাউনে ঘাঁটি গেড়েছে ইঁদুরের দল । নানা ধরনের টুপ দিলে ও এর সংখ্যা কমার কোনো লক্ষণ নেই ।

শহরবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে বৃষ্টির জন্য । ভারী বৃষ্টি হলে নিজেদের গর্তেই ডুবে মরবে ইঁদুরের দল । অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলছে , এক মৌসুমে ৫’শ বাচ্চা দিতে পারে এক জোড়া ইঁদুর ।

Exit mobile version