Site icon Amra Moulvibazari

ফরম পূরণ করলেই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা | SSC Exam

ফরম পূরণ করলেই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা | SSC Exam

করোনা কারণে এবারে এসএসসির টেষ্ট পরীক্ষা হবে না । আর ফরম পূরণ শুরু হবে পহেলাএপ্রিল থেকে । বিলম্ব ফি ছাড়া চলবে ৭ এপ্রিল পর্যন্ত । ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন ,

পরীক্ষা নেয়ার অগ্রিম প্রস্তুতি হিসেবে ফরম পূরণের কাজটি সেরে রাখা হচ্ছে । প্রয়োজনে ফরম পূরণের সময় আরো বাড়ানো হতে পারে । পরীক্ষাতে অংশ নিতেই শিক্ষার্থীরা ফরম পূরণ করে সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবে ।

তবে যখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন ৬০ দিন ক্লাস করতে হবে বলেও জানা তিনি । সরকার যখনই পরীক্ষা নিতে চাইবে তখনই আয়োজন করা হবে বলে জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

Exit mobile version