Site icon Amra Moulvibazari

মৌলভীবাজার হাকালুকির হাওরে ঝাকে ঝাকে পড়ছে ধরা ছোট-বড় সব ধরনের মাছ | Moulvibazar

মৌলভীবাজার হাকালুকির হাওরে ঝাকে ঝাকে পড়ছে ধরা ছোট-বড় সব ধরনের মাছ | Moulvibazar

প্রচুর মাছ ধরা পড়ছে মৌলভীবাজারের হাকালুকি হাওরে । মিলছে বোয়াল – রুইসহ ছোট বড় নানা প্রজাতির মাছ । বিলপাড়ের অস্থায়ী হাট এখন জমজমাট । মৎস্যবিভাগ বলছে , এবছর মাছের উৎপাদন বেড়েছে অন্তত পাঁচ ভাগ । করোনাকালে হাওরে মানুষের চাপ কম থাকায় মাছের স্বাভাবিক প্রজনন ঘটেছে । সাথে সরকারি নানা পদক্ষেপের সুফল মিলেছে ।

এ যেন মাছের রাজ্য । আছে ছোট বড় নানা প্রজাতির মাছ । নৌকায় ভর্তি করে বিল থেকে হচ্ছে ডাঙ্গায় । হাঁক ডাক দিয়ে তা বিক্রি ও চলছে । মৌলভীবাজারের হাকালুকি হাওরে ছোট বড় প্রায় ২৩৮ টি বিল এখন মাছে ভরপুর । ধরা পড়ছে বড় সাইজের রুই , বোয়াল , আইর । মিলছে চাপিলা , টেংরা , মলা , চিৎড়ি সহ অন্য মাছ ও ।

আর এ মাছ বিক্রির জন্য পাড়েই বসেছে অস্থায়ী পাইকারী হাট । প্রতিদিন বিরুল টাকার মাছ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে । সেখানে জেলেদের সাথে কথা বললে কারা জানান , বিলে ছোট বড় সকল আকারের মাছ রয়েছে । যে মাছ কোনো জায়গায় পাওয়া যায় না সেই মাছ এখানে পাওয়া যায় । রুই মাছ , কাতলা মাছ , আইর মাছ । মিঠা পানির তাজা ও সুস্বাদু এই মাছের সুনাম রয়েছে সবখানে ।

চাহিদা বেশী থাকায় দাম ও বেশি মিলছে । ইজারাদারদের মুখে ফুটেছে হাসি । তবে দিন বদলাচ্ছে না মৎস্যজীবীদের । মৎস্যজীবীরা বলছেন , কোটি কোটি টাকার মাছ উঠছে কিন্তু আমরা গরিব কিছুই পাইনা ।

পাননা তারা কোনো সহযোগিতা ও । জেলা মৎস্য বিভাগ বলছে , করোনাকালে হাওরে মানুষের চাপ কম থাকায় মাছের স্বাভাবিক প্রজননের সুযোগ মিলেছে । সাথে সরকারি নানা পদক্ষেপের কারণে এ বছর মাছের উৎপাদন বেড়েছে অন্তত ৫ ভাগ ।

জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন , কোভিড ১৯ এর কারণে প্রাকৃতিক ভাবে যেমন সংরক্ষিত ছিল পাশাপাশি আমরা মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হওয়ার কারণে এ বছর হাওরে মাছের হার বেড়ে গিয়েছে ।

মৎস্য অফিসোর তথ্যমতে এ বছর হাকালুকির মৌলভীবাজার অংশে ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ৫ হাজার টন মাছ উৎপাদন হয়েছে । হাকালুকি ছাড়া ও জেলার কাউয়াদিঘী হাইল হাওরসহ বিভিন্ন হাওর বিলে এই মৌসুমে ধরা পরেছে প্রচুর দেশীয় প্রজাতির মাছ ।

Exit mobile version