Site icon Amra Moulvibazari

লিটার প্রতি ৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম!

লিটার প্রতি ৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম!

নতুন করে নির্ধারণ হলো সয়াবিন তেলের দাম। এক লিটার বোতলজাত তেলের জন্য এখন ক্রেতাকে গুনতে হবে ১৩৯ টাকা। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে নতুন এই দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রনালয়। বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনায় বাণিজ্যমন্ত্রী জানান, দাম বৃদ্ধির বিকল্প ছিল না।

হু-হু করে ভোজ্য তেলের দাম বাড়ায় ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই নিত্যপণ্য। গেল ফেব্রুয়ারি মাসে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা। তবে লিটার প্রতি ৪ টাকা বাড়িয়ে আজ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩৯ টাকা। খোলা সয়াবিন তেলের দামও লিটারে বাড়া নো হয়ে ২ টাকা।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনায় ক্রেতার স্বার্থ সমুন্বত রাখার তাগিদ দেন বাণিজ্য মন্ত্রী। বাজার তদারকি বাড়াতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

Exit mobile version