Site icon Amra Moulvibazari

জনগণকে বন্দুকের ভয় দেখিয়ে ক্ষমতায় আছে সরকার: মির্জা ফখরুল

জনগণকে বন্দুকের ভয় দেখিয়ে ক্ষমতায় আছে সরকার: মির্জা ফখরুল

জাতীয় জীবনে গভীর সংকট সৃষ্টি করেছে আওয়ামী লীগ। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে মহানগর নাট্যমঞ্চে কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন বর্ত্মান সরকার লুটেরা সরকারে পরিণত হয়েছে। জোর করে বন্দুকের ভয় দেখিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে।

মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ কোনো দিন জয়লাভ করতে পারবে না। সাধারণ মানুষের উপর নির্যাতনের জন্য কোনো দিন জনগণের ভালোবাসা পায় নি আওয়ামীলীগ।

কৃষকদের সংগঠিত করে গণভ্যুত্থানের সূচনা করার আহ্বান জানান তিনি।

Exit mobile version