Site icon Amra Moulvibazari

মাছ ধরতে যেয়ে বরফে গাড়ি আটকে একই পরিবারের ৫ সদস্য নিহত!

মাছ ধরতে যেয়ে বরফে গাড়ি আটকে একই পরিবারের ৫ সদস্য নিহত!

সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে মাছ ধরতে যেয়ে করূণ পরিণতি বরণ করলো এক পরিবার। বরফের গাড়ি আটকে যাওয়ায় গাড়ির ভেতরেই প্রাণ হারান ৫ সদস্য।

শীতের শেষ নাগাদ রাশিয়ার বরফ আবৃত হৃদগুলোয় পড়ে মাছ ধড়ার হিরিক। গর্ত খুঁড়ে খুঁড়ে তুলা হয় মাছ। দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে সাইবেরিয়ায় পাড়ি জমান পর্যটকরা। কিন্তু বরফের ঘনত্ব কমে আসায় প্রশাসন থেকেই জারি করা হয় সতর্কতা।

সেই নির্দেশনা উপেক্ষা করে বুধবার বিপদে পড়ে একটি পরিবার। গাড়ি সহ ধেবে যায় বরফে। বাইরেও বের হতে না পারায় গাড়িতে মারা যান বাবা-মা সহ তিন সন্তান।

Exit mobile version