Site icon Amra Moulvibazari

সিরিয়ায় সংঘাতে ১০ হাজারেরও বেশি শিশু নিহত!

সিরিয়ায় সংঘাতে ১০ হাজারেরও বেশি শিশু নিহত!

প্রায় দশ বছর ধরে চলা সিরিয়া সংঘাতে ১০ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নতুন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিরিয়া সংঘাতের এক দশককে কেন্দ্র করে প্রতিবেদনটি প্রকাশিত হয়। সংস্থাটির আঞ্চলিক পরিচালক জানান সংঘাতপূর্ণ সিরিয়ায় শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত। এছাড়াও কয়েক লাখ শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছে। হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হওয়ায় পুরো একটি প্রজন্ম সঙ্কটে পড়বে বলে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে।

Exit mobile version