সরকারের বিরুদ্ধে কথা বললেই দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করা সঠিক বলে মনে করেন না , ভারতের সর্বোচ্চ আদালত । জম্মু – কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ’র বিরুদ্ধে একটি আবেদনের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট এমন পর্যবেক্ষণ দিয়েছেন ।
এই আদালতে ফারুকের বিরুদ্ধে আবেদন করেছিলেন রজত শর্মা ও নেই শ্রীবাস্তব । সেখানে ফারুক আবদুল্লাহকে দেশবিরোধী আখ্যা দেন আবেদনকারীরা । বলেন , সাবেক এই মূখ্যমন্ত্রীর সংসদীয় সদস্যপদ কেড়ে না নেওয়া হলে , তা হবে দেশদ্রোহীদের উৎসাহ দেওয়ার শামিল ।
তবে আবেদনকারীদের এমন দাবি বুধবার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট । সেই সঙ্গে আবেদনকারীদের ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত ।