হোয়াইট হাউজে ইতিহাস গড়লেন কাশ্মিরি কন্যা সামিরা ফাজিলি। প্রথম হিজাবধারী হিসেবে হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি।
গত সপ্তাহে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সামিরা। অংশ নেন প্রশ্নোত্তর পর্বেও। তিনি বাইডেন প্রশাসনে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।
হিজাব পরিহিত অবস্থায় তার ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন মুসলিম নেতারা। মুসলিম দেশে ভিসা নিষেধাজ্ঞা সহ নানা কারণে বিদায়ী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইসলামভীতি ছড়ানোর অভিযোগ ছিল।
কাশ্মিরি অভিবাসী পরিবারের কন্যা সামিরা হার্ভাড বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট।