Site icon Amra Moulvibazari

কুলাউড়া – শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প কাজে ধীরগতি | Moulvibazar

কুলাউড়া – শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প কাজে ধীরগতি | Moulvibazar

মৌলভীবাজারের কুলাউড়া – শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে । সংশ্লিষ্টরা বলছেন , এ প্রকল্পের মাত্র ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে । এ প্রকল্পের মেয়াদ আরো দেড় বছর বাড়ানো হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কিনা তা নিয়ে শঙ্কায় স্থানীয়রা ।

ভারতের সাথে আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহন সুবিধার জন্য কুলাউড়া – শাহবাজপুর রেলপথ পূণর্বাসনের কাজ শুরু হয় ২০১৮ সালে । গেল দুই বছরে কাজ হয়েছে মাত্র ৩৫ শতাংশ । করোনা মহামারীর কারণে কিছু দিন কাজ বন্ধ থাকার পর সম্প্রতি আবার শুরু হয়েছে । এ প্রকল্প বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান কালিন্দী রেল নির্মাণ কোম্পানি ।

গেল বছরের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় সীমা থাকলেও প্রকল্পের মেয়াদ আরো দেড় বছর বাড়ানো হয়েছে । তবে কাজে ধীর গতির কারণে বর্ধিত মেয়াদেও কাজ শেষ হবে কি না তা নিয়েও শঙ্কা রয়েছে । মো. . মন্তাজ আলী , ফিল্ড সুপার ভাইজার ।

ভারতীয় এক্সিম ব্যাংকের ঋণে প্রায় সাড়ে পাঁচ’শ কোটি টাকার প্রকল্পে ৫৩ কিলোমিটার দ্বৈত লাইনের রেলপথ ও ছয়টি স্টেশন নির্মাণ করা হচ্ছে । মো . জুয়েল হোসেন , উর্ধতন উপ – সহকারী প্রকৌশলী , বাংলাদেশ রেলওয়ে , কুলাউড়া ।

২০০২ সালে বন্ধ হওয়া এই লাইন চালু হলে সিলেট ও মৌলভীবাজারের কয়েক লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে । আর প্রাণ ফিরে পাবে বন্ধ থাকা ৬ টি পুরনো রেলওয়ে স্টেশন ।

Exit mobile version