Site icon Amra Moulvibazari

জুলাই নিয়ে তাসরিফের গান, থাকছে অনুরাগীদের অংশগ্রহণ

জুলাই নিয়ে তাসরিফের গান, থাকছে অনুরাগীদের অংশগ্রহণ


নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। গানের পাশাপাশি এ শিল্পী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকেন। সমসাময়িক অনেক বিষয় নিয়ে এ শিল্পী সোশ্যাল মিডিয়ায় তার মতামত ব্যক্ত করেন। গত বছর জুলাই আন্দোলনের তিনি ছাত্র-জনতার পক্ষে ফেসবুকে সরব ছিলেন।

তাসরিফ এবার জুলাই অভ্যুত্থান নিয়ে গান তৈরি করতে যাচ্ছেন। এতে তার অনুরাগীদেরও অংশগ্রহণ থাকছে। সোশ্যাল মিডিয়ার এক পোস্ট দিয়ে তিনি বিষয়টি জানিয়েছেন। তাসরিফ খান তার পোস্ট দিয়ে লিখেছেন, ‘জুলাই নিয়ে গান বানাচ্ছি যে গানের লিরিকস (গানের কথা) লিখবেন আপনারা।’

‘জুলাইয়ের স্লোগান কিংবা আপনার মনোভাব, মতামত সেটা এক শব্দে হোক কিংবা এক লাইন বা কয়েক লাইনে যা-ই হোক ,কমেন্ট বক্সে লিখে যান।’

এ সংগীতশিল্পী আরও লেখেন, ‘আমি আপনাদের লেখা থেকে শব্দ কিংবা লাইন সিলেক্ট করব এবং যার লেখা থেকে যে জায়গা নিয়েছি, তা গানের ভিডিওতে দেখিয়ে দেব। গানের নাম হবে জুলাই, লিরিকসে থাকবে বাংলাদেশ।’

এদিকে গত মাসেই তাসরিফের নতুন গান প্রকাশিত হয়েছে। জিসান খান শুভর সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
‘পাহাড় যাব’ গান দিয়ে তারা ৮ বছর পর একসঙ্গে গেয়েছেন।

তাসরিফ খান গত বছর ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের কয়েকটি জেলা বন্যায় আক্রান্ত হলে অসহায় মানুষের কাছে ছুটে যান। বন্যা কবলিত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

ভয়াবহ এ বন্যায় শিল্পী তাসরিফ উদ্ধার ও ত্রাণ বিতরণে অংশ নেন। বন্যার পানি কমে যাওয়ার পর এবার তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার মতো অনন্য উদ্যোগ নিয়েছিলেন। ফেনীতে একজন কৃষককে ঘর নির্মাণ করে দিয়েছেন এ গায়ক।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version