Site icon Amra Moulvibazari

ব্রিটিশ প্রধানমন্ত্রীর আঁকা মসজিদের ছবি ৮৫ কোটি টাকায় বিক্রি

ব্রিটিশ প্রধানমন্ত্রীর আঁকা মসজিদের ছবি ৮৫ কোটি টাকায় বিক্রি

প্রায় ৮৫ কোটি টাকায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের আঁকা এক মসজিদের ছবি বিক্রি করলেন, হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আঁকা চিত্রকর্মটি টাওয়ার অব দি কুতুবিয়া মস্ক নামে বিখ্যাত। ২০১১ সালে বিয়ের পর ব্র্যাড পিট দুর্লভ এই শিল্পকর্মটি নিলাম থেকে কিনে জোলিকে উপহার দেন। তখন থেকেই সেটি এই হলিউড তারকার সংগ্রহে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এই ছবিটি কিনে নেন। ১৯৪৩ সালের জানুয়ারিতে ক্যাসাব্লেঙ্কা কনফারেন্সের পর মরক্কোর মারাকেশ শহরে বসে কুতুবিয়া মসজিদের ছবিটি এঁকেছিলেন উইনস্টন চার্চেল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আঁকা তুখোর এই রাজনীতিকের একমাত্র চিত্রকর্ম। এছাড়া বিভিন্ন সময় মোট পাঁচ ছয়টির মতো ছবি আঁকেন চার্চেল।

Exit mobile version